করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার তার করোনা শনাক্ত হয়।
হালকা কিছু উপসর্গ দেখা দিয়েছে জেন সাকির। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন তিনি।
জেন সাকি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সবশেষ মঙ্গলবার হোয়াইট হাউজে তার সাক্ষাৎ হয়। এ সময় তারা ৬ ফুট দূরত্বে অবস্থান করেন এবং উভয়ই মাস্ক পরেছিলেন।
বাইডেন প্রশাসনে করোনায় আক্রান্ত প্রথম কোনও হাই প্রোফাইল কর্মকর্তা তিনি। যদিও করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন ৪২ বছর বয়সী জেন সাকি।
জেন সাকি বলেন, দায়িত্ব ও কর্মকাণ্ড সম্পর্কে স্বচ্ছ থাকতে নিজের করোনা পজিটিভ হওয়ার তথ্য প্রকাশ করেছেন।
এর আগে শনিবার প্রেসিডেন্ট জো বাইডেন করোনা পরীক্ষা করেছেন। তবে তার ফলাফল নেগেটিভ এসেছে। সূত্র: আল-জাজিরা