ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় ভ্রাম্যমান আদালতের অভিযান; অবৈধ ক্যাবল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
রণবীর ঘোষ কিংকর
Published : Tuesday, 2 November, 2021 at 7:32 PM
চান্দিনায় ভ্রাম্যমান আদালতের অভিযান; অবৈধ ক্যাবল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানাকুমিল্লার চান্দিনায় অবৈধ নেটওয়ার্ক ক্যাবল ব্যবসার অভিযোগে "সোহাগ ক্যাবলস" কে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রাকিবুল ইসলাম ওই অভিযান পরিচালনা করেন।

জানা যায়, বিগত কয়েক মাস যাবত যাবৎ "সোহাগ ক্যাবল" নেটওয়ার্ক  নামে এক অবৈধ ক্যাবল ব্যবসায়ী চান্দিনা পৌরসভার বিভিন্ন স্থানে পাইরেসির মাধ্যমে ডিস লাইন সরবরাহ করে আসছেন। প্রশাসনিকভাবে বারবার নিষেধ করার পরও চলে তার ওই অবৈধ ব্যবসা।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান জানান, ২০০৬ এর আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা জরিমানা করার হয়েছে। পাশাপাশি ওই অবৈধ ব্যবসা বন্ধ করা হয়েছে। এছাড়াও চান্দিনা উপজেলার বিভিন্ন অপারেটরের লাইসেন্স যাচাই-বাছাই করা হয়েছে।

 এ সময়  উপস্থিতি ছিলেন বাংলাদেশ টেলিভিশন নোয়াখালী উপকেন্দ্র লাইসেন্স ইন্সপেক্টর আকরামুল ইসলাম সহ চান্দিনা থানা পুলিশ।