Published : Wednesday, 3 November, 2021 at 12:00 AM, Update: 03.11.2021 1:17:37 AM

নিজস্ব
প্রতিবেদক: চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত
এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্র কুমিল্লার ছেলে মাহাদি জে আকিবের অবস্থা
আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। মঙ্গলবার তিনি উঠে বসেছেন বলে চিকিৎসকেরা
জানিয়েছেন। এখনো তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
আকিব
কুমিল্লা জিলা স্কুলের ছাত্র ছিলেন। জিলা স্কুল থেকে এসএসসি পাশ করে ঢাকার
নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে ভর্তি হন চট্টগ্রাম
মেডিক্যাল কলেজে। তার পিতা গোলাম ফারুক কুমিল্লা জিলা স্কুলের শিক্ষক।
তাদের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। তারা কুমিল্লা শহরের বাদুরতলা এলাকায়
থাকেন বলে জানা গেছে।
চমেকের অধ্যক্ষ অধ্যাপক সাহেনা আক্তার বলেন, আকিব
এখন আরও একটু সুস্থ হয়েছেন। মঙ্গলবার বিকেলে তিনি উঠে বসেছেন। তবে তাঁর
দীর্ঘ চিকিৎসার প্রয়োজন রয়েছে। তাঁকে এখনো আইসিইউতে রাখা হয়েছে, যাতে ভিড়
এড়ানো যায়। বেশি ভিড় করলে ইনফেকশনের শঙ্কা আছে।
গত শনিবার ছাত্রলীগের
একটি পক্ষের হামলায় মাহাদি গুরুতর আহত হন। পরে তাঁকে চমেক হাসপাতালে
অস্ত্রোপচার করা হয়। তাঁর মস্তিষ্ক ও মাথার খুলি ক্ষতিগ্রস্ত হয়। খুলির
হাড়ের একটি অংশ কেটে আপাতত পেটের চামড়ার নিচে রাখা হয়েছে। মাহাদি আরেকটু
সুস্থ হলে সেটা প্রতিস্থাপন করা হবে বলে চিকিৎসকেরা জানান।