ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অবসর ভেঙে ফেরার ইঙ্গিত যুবরাজের
Published : Wednesday, 3 November, 2021 at 12:12 PM
অবসর ভেঙে ফেরার ইঙ্গিত যুবরাজেরটি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের ব্যর্থতার মধ্যেই বড় চমক দিলেন যুবরাজ সিং। আগামী ফেব্রুয়ারিতে মাঠে ফেরার কথা ঘোষণা করলেন তিনি। শুধু তাই নয়, ভারতীয় দলের বলয়ের মধ্যে ঢোকার একটা ইঙ্গিত দিয়েছেন তিনি।

মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন যুবরাজ। সেখানে দেখা যাচ্ছে তাঁর পুরনো ব্যাটিং ধমাকা। সেটি ২০১৭ সালে কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর ইনিংসের অংশ। ওই ম্যাচে তিনি ১২৭ বলে ১৫০ রান করেন। মোট ২১টি চার ও তিনটি ছয় মারেন। ক্যান্সার থেকে সেরে আসার পর সেটিই ছিল যুবির প্রথম মাঠে ফেরা।

ভিডিওটি পোস্ট করে যুবরাজ লেখেন ‘ঈশ্বরই কারও ভাগ্য ঠিক করে। জনগণের চাহিদায় আমি সম্ভবত আগামী ফেব্রুয়ারিতে ফের মাঠে ফিরব। এর থেকে বেশি ভাল লাগা আর কিছুতে নেই। এই ভালবাসা এবং শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ। আমার কাছে এগুলো বিরাট প্রাপ্তি।’
এর মধ্যে কোনও চমক নেই। কিন্তু ইনস্টাগ্রাম পোস্টের বাকি অংশে চমক। সেখানে ভারতের পতাকার ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘ভারতকে সমর্থন করুন। এটা আমাদের দল। একজন সত্যিকারের ভক্ত কঠিন সময়েই তার দলের পাশে থাকে।’ 

হঠাৎ নিজের প্রত্যাবর্তনের খবর জানাতে গিয়ে একই পোস্টে এ বারের বিশ্বকাপে ভারতীয় দলের খারাপ পারফরম্যান্সের কথাই বা কেন তুলে ধরলেন, কেনই বা ভারতীয় দলকে সমর্থন করার আর্জি জানালেন তিনি, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

একই সঙ্গে ভারতীয় দলের জন্য সহানুভূতি এবং সমর্থনের কথা বলায় অনেকেই অনুমান করছেন, যুবরাজ কোনও না কোনও ভাবে জাতীয় দলের সঙ্গে যুক্ত হবেন। কেউ বলছেন, ব্যাটিং কোচ হতে পারেন তিনি, কারও অনুমান তিনি মেন্টর হবেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে তাঁর সম্পর্ক সেই খেলার সময় থেকেই অত্যন্ত ভাল। ফলে দুইয়ে দুইয়ে চার করছেন অনেকেই।