ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের সমাপনী অনুষ্ঠান
৪১ এর বাংলাদেশের সাথে কুমিল্লারও উন্নয়ন হবে--এমপি বাহার
Published : Sunday, 7 November, 2021 at 12:00 AM, Update: 07.11.2021 12:48:47 AM

৪১ এর বাংলাদেশের সাথে কুমিল্লারও উন্নয়ন হবে--এমপি বাহারনিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ। এই প্রজন্মের জন্য আমরা ৪১ এর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। যেই বাংলাদেশ হবে বিশ্বের উন্নত ২৩ টি দেশের মধ্যে একটি দেশ। বাংলাদেশের উন্নতির সাথে সাথে আমরা কুমিল্লাকেও উন্নয়ন করে এগিয়ে নিয়ে যাবো। আমরা যেন সকল ষড়যন্ত্র মোকাবেলা করে কুমিল্লা বিভাগ করতে পারি। সবাই দোয়া করবেন আমি যেন এই কুমিল্লার উন্নয়নে আরো কাজ করতে পারি। আমি গোমতী নদীর উপর ৩টি ব্রীজ করেছি, আরো দুইটি করবো। কুমিল্লা সিটি কর্পোরেশন সৃষ্টি করেছি। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজকে চার শ’ কোটি টাকার প্রজেক্ট দিতে চাই।
কুমিল্লা ফায়ার সার্ভিস অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কুমিল্লায় একটি অত্যাধুনিক ফায়ার সার্ভিস স্টেশন গড়ে তোলা হবে। যা স্বরাষ্ট্রমন্ত্রনালয়কে জানানো হয়েছে। ফায়ার সার্ভিস স্টেশনের আধুনিকায়ন হলে যারা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমালের নিরাপত্তায় কাজ করেন তারা আরো সহজে কাজ করতে পারবে।  
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ঐতিহ্য ও গৌরবের এই কুমিল্লা। আমাদের সবাইকে কুমিল্লার উন্নয়ণে যার যার জায়গা থেকে কাজ করে হবে। এই প্রজন্ম তাদের বাবা-মাকে বলতে হবে যেন বাড়ির নিরাপত্তায় তারা সুনির্ধারিত জায়গা ছেড়ে যেন বাড়ি নির্মান করে। এতে বাড়ির নিরাপত্তার পাশাপাশি আবাসিকখাত উন্নয়ণেও ভূমিকা থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু জাফর খান, সিভিল সার্জন মীর মোবারক হোসাইন, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা আনসার ও ভিডিপির কমান্ডার সঞ্জয় চৌধুরী, বিশিষ্ট আইনজীবী এডভোকেট গোলাম ফারুক ও সমাজ সেবক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সহকারী পরিচালক আক্তারুজ্জামান। এসময় ফায়ার সার্ভিসের কর্মকর্তা, ফায়ার ফাইটারস এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।