ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে আগুনে ঘর পুড়ে সর্বশান্ত ১৪পরিবার
শাহীন আলম
Published : Sunday, 7 November, 2021 at 12:07 PM
দেবিদ্বারে আগুনে ঘর পুড়ে সর্বশান্ত ১৪পরিবারকুমিল্লার দেবিদ্বারে আগুনে ২০টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় সর্বশান্ত হয়ে পড়ে ১৪টি পরিবার। তাদের ঘরে রক্ষিত বিভিন্ন আসবাবপত্রসহ সব কিছুই পুড়ে গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ধামতী ইউনিয়নের উত্তর পাড়ায় আবুল হোসেন সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। প্রথমে এলাকাবাসী ও পরে মুরাদনগর থেকে আসা ফায়ার সার্ভিসের সদস্য প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে যান দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার আশিক উন নবী তালুকতার, অফিসার ইনচার্জ মো.আরিফুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মিঠুসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ। তাঁরা ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর সাথে কথা বলেন এবং সরকারি সহযোগিতাসহ ব্যক্তি উদ্যোগে বসতঘর নির্মাণ করার আশ্বাস দেন। ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানান, প্রথমে তাজু মিয়ার বসত ঘর অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে আগুনের লেলিহান শিখা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই পুড়ে যায় পাশাপাশি থাকা ১৪টি বসতঘর। আগুনে প্রতিটি পরিবারের ধান, চাল ও অন্যান্য ফসল, ছাগল, মুরগি, খাট, চৌকি, ফ্রিজ, শোকেস, ডাইনিং টেবিলসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। এতে অন্তত ৫০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। অফিসার ইনচার্জ মো.আরিফুর রহমান বলেন, ইলেকট্রিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে প্রায় ১৫/২০ ঘর পুড়ে যায়। আমিসহ উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছি। আনুমানিক অর্ধলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মো. আশিক উন নবী তালুকদার বলেন, ক্ষতিগ্রস্থ ১৪টি পরিবারকে খাদ্য সামগ্রীসহ সরকারিভাবে আর্থিক সহযোগিতা করা হবে।