ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার এক বিবৃতিতে একে সন্ত্রাসী হামলা উল্লেখ করেছে দেশটি।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বিবৃতিতে বলেন, 'ইরাকের কেন্দ্রস্থলে এমন জঘন্য ঘটনার নিন্দা জানাচ্ছি। একে সন্ত্রাসী হামলা বলে ধারণা করছি’।
বিবৃতিতে মুখপাত্র আরও বলেন ‘আমরা ইরাকের সার্বভৌমত্ব ও স্বাধীনতা সমুন্নত রাখতে ইরাকি নিরাপত্তা বাহিনীর সঙ্গে নিবিড় যোগাযোগে রয়েছি। প্রয়োজনে এই হমলার তদন্তে সহায়তা করা হবে।’
এর আগে, বাগদাদের বাসভবনে ড্রোন হামলা চালিয়ে হত্যা চেষ্টা করা হয় প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদিমিকে। কর্তৃপক্ষ জানায়, প্রধানমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে লাদেন ড্রোন হামলা হয়েছে। এতে অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছেন। তবে হামলায় ৬ নিরাপত্তা কর্মী গুরুতর আহত হন। ডোন হামলাটিকে ‘ব্যর্থ হত্যার প্রচেষ্টা’ হিসেবে চিহ্নিত করেছে ইরাক।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, প্রধানমন্ত্রী মোস্তফাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে নিজের টুইটার তিনি বলেন, আমি ভালো আছি। ইরাকের স্বার্থে জনগণকে শান্ত ও সংযমের আহ্বান জানাচ্ছি'। একে কাপুরুষোচিত রকেট ও ড্রোন হামলা বলেও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী অক্ষত আছেন বলে দাবি ইরাকের সেনাবাহিনীর।
বাগদাদে প্রধানমন্ত্রীর বাসভবনে হামলার দায়ভার এখনও কেউ স্বীকার করেনি। এই ঘটনার পর পুরো গ্রিন জোন এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। সড়কে ব্যাপক তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
সূত্র: বিবিসি, এনডিটিভি