শীত না আসতেই চীনে তুষারপাত, অরেঞ্জ সতর্কতা জারি
Published : Sunday, 7 November, 2021 at 1:45 PM
ক্যালেন্ডারের পাতা বলছে চীনের প্রকৃতিতে এখনও শরৎ। তবে শরতের শেষ দিকে, শীত যেন আগেভাগেই জেঁকে বসেছে রাজধানী বেইজিংসহ উত্তরাঞ্চলে। ইতোমধ্যে তাপমাত্রার পারদ নেমেছে হিমাঙ্কের নিচে। ফলে দেখা দিয়েছে তুষারপাত। তুষারঝড়ের আশঙ্কায় ইতোমধ্যে অরেঞ্জ বা মাঝারি সতর্কতা সংকেত জারি করেছে জাতীয় আবহাওয়া কেন্দ্র।
চীনের কিছু কিছু জায়গায় ৩০ সেন্টিমিটার পর্যন্ত বরফ জমার পূর্বাভাস দিয়েছে সংশ্লিষ্টরা।বছরের প্রথম তুষারপাত অনেকের কাছে আনন্দদায়ক হলেও কারও জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। রবিবার বেইজিংয়ের অনেক জায়গায় তুষার জমে ভোগান্তি দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, চীনের মঙ্গোলিয়া অঞ্চলের রাজধানী হোহোতে বিমানবন্দরে শনিবার ফ্লাইট বাতিল করা হয়েছে। বেইজিংকে ঘিরে থাকা হেবেই ও পশ্চিমে শানজি প্রদেশে কিছু এক্সপ্রেসওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
সূত্র: এপি