ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে ৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ২১ ডাক্তারকে ফুল দিয়ে বরণ
মো. হাবিবুর রহমান
Published : Sunday, 7 November, 2021 at 8:42 PM
মুরাদনগরে ৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ২১ ডাক্তারকে ফুল দিয়ে বরণকুমিল্লার মুরাদনগর উপজেলা থেকে ৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ডাক্তারদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। রবিবার বিকেলে থানার সামনে ডাক্তারদের ফুল দিয়ে বরণ করে নেন ওসি সাদেকুর রহমান। এ সময় মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান রনিসহ অনেকে উপস্থিত ছিলেন।
ডাক্তাররা হলেন, সদর ইউনিয়নের আলীরচর গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে সাদ্দাম হোসেন, ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামের আবুল হোসেনের ছেলে তানজিম হোসেন, জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা গ্রামের বশিরুল ইসলাম মোল্লার ছেলে শাহিনুর ইসলাম, বল্লভদি গ্রামের আক্তারুজ্জামান চৌধুরীর ছেলে হাসিব চৌধুরী, সাতমোড়া গ্রামের মতিন মিয়ার ছেলে ইব্রাহীম হোসেন, পায়ব গ্রামের কনু মিয়ার মেয়ে শারমিন আক্তার, পাহাড়পুর ইউনিয়নের উৎরাইন গ্রামের এমএ কাশেমের ছেলে শাহরিয়ার ইনাম খান পাপ্পু, পাহাড়পুর গ্রামের মৃত হুমায়ন কবির সিকদারের ছেলে ইসতিয়াক আহমেদ সিকদার সাগর, ধামঘর ইউনিয়নের খুরুইল গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন, যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের কৃষ্ণ দেবনাথের ছেলে হরি নারায়ন দেবনাথ, ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামত কান্দি গ্রামের কেএম মিজানুর রহমানের মেয়ে মারুফা তাসকিন, দারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে ফারজানা ইসলাম প্রমুখ।
মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, উপজেলাবাসীর গৌরর যে, ৪২তম বিসিএস পরীক্ষায় মুরাদনগর ও বাঙ্গরা থানা এলাকা থেকে ২১ জন ডাক্তার উত্তীর্ণ হয়েছে। আজকের এ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সবাই সবার সাথে পরিচিত হলো।