শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময় সভা
Published : Monday, 8 November, 2021 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি।। কুমিল্লার বুড়িচং থানা পুলিশের উদ্যোগে বুড়িচং উপজেলার ঐতিহত্যবাহী বিদ্যাপীঠ শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাথে বাল্য বিয়ে, ইভটিটিজিং, মাদক নিয়ন্ত্রণ ও সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নকল্পে এক মতবিনিময় সভা গতকাল ৭ নভেম্বর বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান আখন্দের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো.
আলমগীর হোসেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির এ যুগে নিজেকে একজন ভালো ছাত্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য মনোযোগ দিয়ে লেখাপড়ার আহবান জানান। পাশাপাশি সুন্দর ভবিষ্যত জীবন গড়তে ইভটিজিং, বাল্য বিবাহ ও মাদকের আগ্রাসন থেকে নিজেকে রক্ষা করে শিক্ষা জীবন সম্পন্ন করা ও কোনরূপ বিশৃংখলায়
যাতে জড়িয়ে না যায় সে লক্ষ্যে ছাত্র/ছাত্রীদের সজাগ থাকার অনুরোধক্রমে নির্দেশনা প্রদান করেন। শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ফারুক আহাম্মদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের অভিভাবক সদস্য আবুল কালাম আজাদ, ইয়াসিন খাঁন, শিক্ষক মো. জহিরুল ইসলামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন ।