কায়কোবাদ ২১ বছর ক্ষমতায় থেকে কোন উন্নয়ন করে নাই--এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন
Published : Monday, 8 November, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি বলেছেন, সাবেক এমপি কায়কোবাদ জনগণকে ধোকা দিয়ে ভোট ডাকাতি ও সন্ত্রাস করে ২১ বছর ক্ষমতায় ছিল। কিন্তুু জনগণের কল্যানে কোন প্রকার উন্নয়ন করে নাই। তিনি মামা, ভাই, ভাগ্নেদের সাথে নিয়ে শুধু অর্থ হাতিয়ে নিয়েছে। ভবিষ্যতে এই লেবাস দেখে কেউ আর বিভ্রান্ত হবেন না।
বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্য তিনি আরো বলেন, জীবন এক দিনের নয়, বেঁচে থাকলে নির্বাচনের অনেক সুযোগ আসবে। কেউ মনোনয়ন না পেলে নিরাশ হবেন না। নির্বাচনে জয়ী হওয়া বড় কথা নয়, দল ও দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল উদ্দেশ্য। দেশ বাঁচলে দল বাঁচবে, আর দল বেঁচে থাকলে নেতা-কর্মীরা বেচেঁ থাকবে।
আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি শনিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল কলেজ মাঠে শ্রীকাইল, আকুবপুর ও বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম রুহুল আমিন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হানিফ সরকার, বীর মুক্তিযোদ্ধা ময়নুল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ হারুন-অর রশীদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের চেয়ারম্যান।
শ্রীকাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আ.ক.ম গিয়াস উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ সরকার, আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহবায়ক নাইউম খান, বাঙ্গরা থানা ছাত্রলীগের সভাপতি আবুল কাশেম প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, শ্রীকাইল ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান সরকার কমল।