ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
১০০ কেজির বাগাড় কিনতে ভিড়
Published : Monday, 8 November, 2021 at 12:00 AM
সিলেটের লালবাজারে ১০০ কেজি ওজনের বাগাড় মাছ নিয়ে ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। রবিবার (৭ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে মাছটি কাটা হয়। অনেকেই মাছটি কিনতে শনিবার অগ্রিম টাকা দিয়ে নাম তালিকাভুক্ত করে রাখেন। ওই তালিকা অনুসারে ক্রেতাদের কাছে কেজি দরে বিক্রি করা হচ্ছে বাগাড় মাছটি।
শনিবার রাতে সুনামগঞ্জ থেকে বিশালাকার এই মাছটি লালবাজারে নিয়ে আসেন ব্যবসায়ী তোফাজ্জল মিয়া। তিনি জানান, প্রতি কেজি বাগাড় মাছ বিক্রি করা হচ্ছে ১২০০ থেকে ১৫০০ টাকায়। সুনামগঞ্জের সুরমা নদী থেকে থেকে বড়শি দিয়ে মাছটি ধরেন এক শিকারি। এরপর মাছের লেজে রশি বেঁধে নদীর উপরে টেনে নিয়ে আসা হয়। মাছটি দেড় থেকে দুই লাখ টাকায় বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।
তোফাজ্জল আরও জানান, প্রায় ২০ বছর আগে এত বড় আকারের বাগাড় মাছ লালবাজারে এসেছিল।
নাজমিন বেগম নামের এক গৃহিণী বলেন, ‘আমার স্কুলপড়ুয়া ছেলে ফেসবুকে দেখে মাছটি কেনার অনুরোধ করে। এজন্য এক কেজি মাছ কিনেছি।’
ক্রেতা মাহবুবুর রহমান বলেন, ‘১২০০ টাকা দরে করে চার কেজি মাছ কিনেছি। বাগাড় মূলত নদীর মাছ। সেজন্য খেতে খুবই সুস্বাদু।’
এদিকে, খবর পেয়ে মাছটি এক নজর দেখতে উৎসুক জনতা লালবাজারে ভিড় করেন।