ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
১২টি ইউনিয়নে তিন পদে লড়ছেন ৫৯০ জন প্রার্থী
দাউদকান্দিতে ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
Published : Saturday, 13 November, 2021 at 12:00 AM, Update: 13.11.2021 12:38:49 AM
 দাউদকান্দিতে ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দআলমগীর হোসেন,দাউদকান্দি।।
আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ১২টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা প্রতীক পেয়েছেন। গতকাল শুক্রবার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৯ জন, সংরক্ষিত আসনে ১১২ জন এবং সাধারণ সদস্য পদে ৪১৯ জনসহ তিনটি পদে সর্বমোট ৫৯০ জন প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। দিনব্যাপী উৎসবমূখর পরিবেশে রির্টানিং অফিসারের কাছ থেকে প্রার্থীরা তাদের প্রর্তীক গ্রহণ করেন। এসময় রির্টানিং অফিসারের কার্যালয়ের বাইরে প্রত্যেক প্রার্থীর বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
এই নির্বাচনে গৌরীপুর, সুন্দলপুর ও বিটেশ্বর ইউনিয়নে রির্টানিং অফিসার উপজেলা নির্বাচন অফিসার আশরাফুন নাহার, মারুকা ও জিংলাতলী ইউনিয়নে উপজেলা কৃষি অফিসার মো: সারোয়ার জামান, দাউদকান্দি উত্তর ও গোয়ালমারী ইউনিয়নে উপজেলা সমাজ সেবা অফিসার মো: আল-আমিন, পদুয়া ও পাঁচগাছিয়া ইউনিয়নে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সারোয়ার আলম, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা একেএম আমিনুল ইসলাম এবং মালীগাওঁ ও মোহাম্মদপুর ইউনিয়নে উপজেলা পরিসংখ্যান অফিসার এ.বি.এম. নূরুল্লাহ রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করছেন।
আগামী ২৮ নভেম্বর রবিবার দাউদকান্দিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১২ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৯৩ হাজার ৯শত ৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৮ হাজার ২ শত ৯০ জন ও মহিলা ভোটার ৯৫ হাজার ৬ শত ৫৭ জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছেন ২ জন।
উপজেলার মোট ১৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে এই ধাপে ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বাকী তিনটিতে পরবর্তীতে ভোটগ্রহণ হবে।