চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় একদিনের ব্যবধানে সাপের ছোবলে সাপুড়ে মনিরুল বিশ্বাসের (৩৫) পর গুলজার আলী (৩৫) নামে আরেক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক গুলজার আলীকে মৃত ঘোষণা করেন। নিহত গুলজার আলী আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের কাবিলনগর গ্রামের পূর্বপাড়ার হারান আলীর ছেলে। এর আগে বৃহস্পতিবার আলমডাঙ্গা উপজেলার জোড়গাছা গ্রামে সাপের খেলা দেখানোর সময় সাপের কামড়ে মনিরুল ইসলাম নামে এক সাপুড়ের মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম বলেন, গুলজার আলী একজন বিচুলি ব্যবসায়ী ছিলেন। প্রতিদিনের মতো শুক্রবার রাত ১০টার দিকে হেঁটেই গ্রামের অপর বিচুলি ব্যবসায়ীর কাছে পাওনা টাকা দিতে গিয়েছিলেন। আসার পথে দমদম নামক মাঠের মধ্যে একটি বিষধর সাপ তার বাম পায়ে ছোবল দেয়। পরে বাড়ি ফিরে পরিবারের কাছে বিষয়টি জানায় এবং অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন গুলজার আলী।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রিয়াসাদ জামান জানান, পরীক্ষা-নিরীক্ষার পর গুলজার আলীকে মৃত ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে তার বাম পায়ে সাপের কামড়ের আলামত পাওয়া গেছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।