পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) স্ত্রী পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার রুমা আক্তারের (৩৩) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১৩ নভেম্বর) দুপুরে তাকে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে টাঙ্গাইল থানা পুলিশ। বিচারক শামছুল আলম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, শুক্রবার (১২ নভেম্বর) ঢাকার সাভার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। টাঙ্গাইল সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে। রুমা সাভারের লুটেরচর এলাকার আসলাম মিয়ার স্ত্রী।
টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশাররফ হোসেন বলেন, ‘গত ৭ নভেম্বর (রবিবার) সকাল ১১টা ৭ মিনিটে ওই নারী টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের মোবাইল নম্বরে ফোন করে নিজেকে আইজিপি বেনজীর আহমেদের স্ত্রী পরিচয় দেন। এরপর তিনি পুলিশের কনস্টেবল পদে এক প্রার্থীকে নিয়োগ দিতে চাপ দেন এবং ১১টা ২৪ মিনিটে মোবাইলে ম্যাসেজ করে ওই প্রার্থীর তথ্য পাঠান। পুলিশ সুপারের বিষয়টি সন্দেহ হলে তিনি এ বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য টাঙ্গাইল সদর থানার ওসিকে দায়িত্ব দেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে ওই নারীর অবস্থান শনাক্ত করে। শুক্রবার সাভারের লুটেরচর এলাকা থেকে গ্রেফতার করা হয়।’
তিনি আরও জানান, টাঙ্গাইল সদর থানার এসআই আব্দুস সালাম বাদী হয়ে শনিবার রুমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। দুপুরে তাকে আদালতে তোলা হলে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।