আফজল খানকে শেষবার দেখতে নেতাকর্মী ও শুভাকাক্সক্ষীদের ভিড়
Published : Wednesday, 17 November, 2021 at 12:00 AM
নিজস্ব
প্রতিবেদক: বর্ষিয়ান রাজনীতিবিদ ও কুমিল্লার গণমানুষের নেতা অধ্যক্ষ আফজল
খানকে শেষবারের মতো দেখতে ভিড় জমিয়েছেন তার অসংখ্য নেতা-কর্মী ও
শুভাকাঙ্খী। গতকাল রাত সাড়ে ৮টায় ঢাকা থেকে আফজল খানের মরদেহ ঢাকা থেকে
নিয়ে আসা হয় কুমিল্লা নগরীর ঠাকুর পাড়ায় নিজ বাসায়। আফজল খানের মরদেহ এসে
পৌঁছানোর আগে থেকেই বাড়ির সামনে ভিড় করে থাকে হাজারো নেতা কর্মী।
প্রভাবশালী এই নেতার মরদেহ তার বাড়ির আঙিনায় রাখার পরই আফজল খানকে শেষ
একবার দেখার জন্য ছুঁটে আসেন এলাকাবাসীও। কুমিল্লা জেলা ও মহানগর
আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা লীগ, জেলা বিএনপি, জাসদের নেতৃবৃন্দরা একে একে
এসে দেখে যান আফজল খানকে। কুমিল্লা সদর ছাড়াও বিভিন্ন উপজেলা থেকেও আসেন
আফজল খানের অনুসারীরা। এসময় প্রিয় এই নেতার নিষ্প্রাণ দেহ দেখে অশ্রু সজল
চোখে বিদায় নেন অনেকে।
বুধবার (১৭ নভেম্বর) সকাল ১১ টায় ঠাকুরপাড়া খান
বাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম এবং বাদ যোহর কুমিল্লা টাউন হল মাঠে
মরহুমের দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে।
কুমিল্লার গণমানুষের নেতা ও
কুমিল্লা জেলা আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা অধ্যক্ষ আফজল খান মঙ্গলবার বেলা
আড়াইটায় ঢাকার এএমজেড হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। আফজল খান জ্বরসহ
বার্ধ্যক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন। সর্বশেষ করোনা ভাইরাসে আক্রান্ত
হন তিনি।
এদিকে প্রবীণ রাজনীতিক আফজল খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ
করেছেন মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ
হাসিনা। এছাড়াও তার মৃত্যুতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সাবেক রেলপথ
মন্ত্রী মুজিবুল হক মুজিব, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম
বাহাউদ্দিন বাহার এমপিসহ বিভিন্ন মন্ত্রী-এমপিসহ রাজনৈতিক ও বিশিষ্ট
ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেন।
কুমিল্লা জেলা ১৪ দলীয় জোটের সমন্বয়ক
অধ্যক্ষ আফজল খান ১৯৬৫ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ভিপি নির্বাচিত হন।
বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান আন্দোলন ও ১৯৭১ সালের
মুক্তিযুদ্ধে যোগ দেন তিনি।
১৯৪৫ সালের ১০ ফেব্রুয়ারি কুমিল্লা নগরীর গোবিন্দপুর খান বাড়িতে জন্ম নেন বর্ষীয়ান এ রাজনীতিক।