Published : Wednesday, 17 November, 2021 at 12:00 AM, Update: 17.11.2021 1:15:43 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও
জেলা ১৪ দলের সমন্বয়ক এডভোকেট আফজল খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ
করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং
সাবেক রেলপথ মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক
মুজিবসহ নেতৃবৃন্দ।
অর্থমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম
মুস্তফা কামাল এক শোকবার্তায় বলেন, এডভোকেট আফজল খান একজন বিশিষ্ট
মুক্তিযোদ্ধা এবং শিক্ষানুরাগী। তিনি ছিলেন কুমিল্লার গণমানুষের নেতা। দেশ ও
মানুষের কল্যাণে তিনি সর্বদা কাজ করেছেন। তিনি ছিলেন বাংলাদেশ আওয়ামী
লীগের একজন নিবেদিত কর্মী।
শোকবার্তায় মাননীয় অর্থমন্ত্রী মরহুমের
বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি
গভীর সমবেদনা জানান।
সাবেক রেলপথ মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি এক শোকবার্তায় মুজিবুল হক বলেন, বীর
মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজল খান ছিলেন কুমিল্লার গণমানুষের নেতা। আওয়ামী
লীগের রাজনীতিতে তাঁর অবদান অনস্বীকার্য। শিক্ষানুরাগী এ মানুষটি দেশ ও
মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করে গেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত
কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান
মুজিবুল হক।
অধ্যক্ষ আফজল খানের মৃত্যুতে আরো গভীর শোক প্রকাশ করেছেন
কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাশেম খান, কুমিল্লা জেলা পরিষদের সাবেক
প্রশাসক আলহাজ¦ মোঃ ওমর ফারুক, এফবিসিসিআই এর পরিচিালক ও আমেরিকান
চেম্বারের সভাপতি আফতাবুল ইসলাম মঞ্জু, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি
মফিজুল ইসলাম বাবলু, সহ সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ
হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জোবেদা খাতুন পারুল, সাধারণ সম্পাদক
কোহিনুর বেগমসহ অন্যান্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এছাড়াও আরো শোক
প্রকাশ করেন জেলা জাসদ সভাপতি অধ্যক্ষ মুহঃ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক
কাজী সাইমুল হকসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
অধ্যক্ষ আফজল
খানের মৃত্যুতে আরো শোক প্রকাশ করেছেন কুমিল্লা সদর উপজেলা পরিষদের
চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি
কাজী আবুল বাশার, সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েলসহ নেতৃবৃন্দ। তাঁরা
শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।