এইচএসসি পরীক্ষার্থীদের টিকা প্রদানের মধ্যদিয়ে কুমিল্লায় শুরু হয়েছে শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা দান কর্মসূচী। ১৭ নভেম্বর বুধবার এ টিকাদান কর্মসূচী শুরু হয়। কুমিল্লা জেলায় মোট ৪১ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে ফাইজারের টিকা দেয়া হবে। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ১৭ নভেম্বর থেকে শুরু করে ২৫ নভেম্বর পর্যন্ত প্রথম ধাপে এই টিকা প্রদান চলবে। বুধবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্রে সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত টিকা গ্রহণ করবে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১ হাজার ২ শ ৬৫ জন এবং কুমিল্লা সরকারি কলেজের ৮ শ ৯৮ জন পরীক্ষার্থী এবং দুপুর ২টা থেকে ৫ টা পর্যন্ত সরকারি মহিলা কলেজের ১ হাজার ৩ শ ২৮ জন পরীক্ষার্থী টিকা নিবে। পরবর্তীতে ধাপে ধাপে ১৫৬ টি কলেজের পরীক্ষার্থীদের টিকা প্রদান করা হবে।
সকালে জেলাপ্রশাসক মো. কামরুল হাসান, সিভিল সার্জন মীর মোবারক হোসাইনসহ অন্যান্যরা টিকাকেন্দ্র পরিদর্শন করেন।