বার্ডের কৃষি যান্ত্রিকীকরণ ও যৌথ খামার ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের মাঠ দিবস
Published : Thursday, 18 November, 2021 at 12:00 AM
গতকাল বুধবার বার্ডের রাজস্ব বাজেটের অর্থায়নে পরিচালিত কৃষি যান্ত্রিকীকরণ ও যৌথ খামার ব্যবস্থাপনা শীর্ষক প্রায়োগিক গবেষণা প্রকল্পের প্রকল্পভুক্ত এলাকা নোয়াপাড়া-ছনগাঁও যৌথ কৃষি খামার কমিউনিটি এন্টারপ্রাইজে আমন মৌসুমে রোপণকৃত ধান ফসল কম্বাইন হারভেস্টারের মাধ্যমে আমন ফসল কর্তনের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্ডের সম্মানিত মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোঃ শাহজাহান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কুমিল্লার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আমিনুল ইসলাম, কুমিল্লা লাকসাম উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহীনুর ইসলাম এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন।
মাঠ দিবসে সভাপতিত্ব করেন বার্ডের পরিচালক (প্রকল্প) ড. মোঃ কামরুল হাসান। মাঠ দিবসে আরও উপস্থিত ছিলেন বার্ডের পরিচালক (ভারপ্রাপ্ত) ও উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক ড. শিশির কুমার মুন্সী, সহকারী পরিচালক (কৃষি ও পরিবেশ) ও সহকারী প্রকল্প পরিচালক বাবু হোসেন, লাকসাম উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা এটিএম কামরুল আহসান, আব্দুল হাই, জাহাঙ্গীর আলম ও জনাব আলী আহমেদসহ প্রকল্পের জমির মালিকগণসহ স্থানীয় জমির মালিকগণ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। মাঠ দিবসে আমন মৌসুমের রোপণকৃত ধান ফসল (ব্রি ধান ৪৬, ৪৯, ৮৭ এবং হাইব্রিড) বার্ড কর্তৃক প্রদানকৃত কম্বাইন হারভেস্টারের সাহায্যে কর্তনের উদ্বোধন করা হয়। উল্লেখ্য যে, প্রকল্পটি বার্ডের রাজস্ব অর্থায়নে ২০১৯-২০ অর্থবছর থেকে ৫০ একর জমির ডিজিটাল ল্যান্ড সার্ভের মাধ্যমে আইল উঠিয়ে বর্তমানে বৃহৎ ৮টি প্লটে একই রকম ফসল আবাদের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।