কুমিল্লার এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকাদান শুরু
১৫৬ টি প্রতিষ্ঠানের ৪১ হাজার পরীক্ষার্থী পাবেন ফাইজারের টিকা
Published : Thursday, 18 November, 2021 at 12:00 AM, Update: 18.11.2021 2:15:22 AM
তানভীর
দিপু: কুমিল্লায় এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে গতকাল তিন কলেজের প্রায়
সাড়ে তিন হাজার পরীক্ষাথী করোনার টিকা পেয়েছেন। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি
কলেজ কেন্দ্রে গতকাল সকাল নয়টা থেকে ফাইজারের টিকা প্রাদান করা হয়। সকাল
থেকেই কলেজ মাঠে ভিড় করে উৎসাহ উদ্দীপনার সাথে টিকার জন্য সারিবদ্ধ ভাবে
অপেক্ষা করে পরীক্ষার্থীরা। টিকা নিয়ে কোন জটিলতায় বা পার্শ্ব প্রতিক্রিয়া
দেখা দেয় নি বলে জানান তারা। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ১৭
নভেম্বর থেকে শুরু করে ২৫ নভেম্বর পর্যন্ত প্রথম ধাপে এই টিকা প্রদান চলবে।
শুরুর দিনে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্রে সকাল ৯টা থেকে ২টা
পর্যন্ত টিকা নেয় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১ হাজার ২ শ ৬৫ জন
এবং কুমিল্লা সরকারি কলেজের ৮ শ ৯৮ জন পরীক্ষার্থী এবং দুপুর ২টা থেকে ৫ টা
পর্যন্ত সরকারি মহিলা কলেজের ১ হাজার ৩ শ ২৮ জন পরীক্ষার্থী টিকা নেয়।
পরবর্তীতে ধাপে ধাপে ১৫৬ টি কলেজের পরীক্ষার্থীদের টিকা প্রদান করা
হয়।কুমিল্লা জেলায় মোট ৪১ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে ফাইজারের টিকা দেয়া
হবে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্রে ১০ টি বুথের মাধ্যমে শুধু
মাত্র পরীক্ষার রেজিষ্ট্রেশন পত্র নিয়ে আসলেই দেয়া হয় এই টিকা। টিকা
সংশ্লিষ্টরা জানান, পরবর্তীতে শিক্ষার্থীদের এই তথ্য সুরক্ষা এ্যাপসে
নিবন্ধন করা হবে। টিকা কেন্দ্র পরিদর্শণে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ
কামরুল হাসান শিক্ষার্থীদের টিকা নিয়ে খোঁজ খবর নেন। পরে টিকা কেন্দ্র
পর্যবেক্ষনে এসে জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানান,
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি সকলের জন্যই করোনার টিকার ব্যবস্থা করছেন।
এতদিন পঁচিশোর্ধ্ব মানুষকে আমরা টিকা দিয়েছি এখন ১৮ থেকে ২৫ বছর বয়সীদেরও
টিকার আওতায় আনা হচ্ছে। আপাতত এইচএসসি পরীক্ষার্থীদের টিকার আওতায় আনা
হচ্ছে। পরবর্তীতে ১২ থেকে ১৭ বছর বয়সীদেরও এই টিকার আনা হবে।