ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাংলাদেশে সুপরিচিত রাজনীতিবিদ ছিলেন আফজল খান--এলজিআরডি মন্ত্রী
Published : Thursday, 18 November, 2021 at 12:00 AM, Update: 18.11.2021 2:15:43 AM
বাংলাদেশে সুপরিচিত রাজনীতিবিদ ছিলেন আফজল খান--এলজিআরডি মন্ত্রীনিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যক্ষ আফজল খানের জানাজা-পূর্ব সংক্ষিপ্ত বক্তৃতায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, আমাদের সবাইকেই একদিন চলে যেতে হবে। তাই স্বাভাবিক ভাবেই আমাদের মানবিক ও দায়িত্বশীল হওয়া উচিত। সমাজের সকল অনাচার অত্যাচার বন্ধ করতে সবাই একটি ভাতৃত্ববোধের মধ্য দিয়ে চলা উচিত, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আফজল খান সাহেবের মরদেহ সামনে রেখে আজ আমরা একটি সিদ্ধান্ত নিতেই পারি- জীবদ্দশায় মানুষের মনে ভুল বুঝাবুঝি অনেক কিছু থাকতে পারে।  কিন্তু মরনের পরে তা আর কিছু থাকে না। তাই আমরা যেন জীবদ্দশায় একটি ভাতৃত্বের বন্ধনে থাকতে পারি। দেশ ও জাতির কল্যানে এক সাথে কাজ করতে পারি।       
জানাজা ও শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে মন্ত্রী আরো বলেন, বীর মুক্তিযোদ্ধা আফজল খান তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে অনেক লড়াই সংগ্রাম করেছেন। স্বাধীণতার সংগ্রামসহ দুর্দিনে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে টিকিয়ে রাখা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে টিকিয়ে রাখতে আফজল খানের অবদান অনস্বীকার্য। কুমিল্লাসহ সারা বাংলাদেশেই আফজল খান সুপরিচিত রাজনীতিবিদ। কুমিল্লার আপামর মানুষ এই ব্যাক্তিকে মনে প্রাণে শ্রদ্ধা করে। তাঁর এই প্রয়াণে সমগ্র কুমিল্লাবাসী শোকাহত। আমরা সবাই মরহুম আফজল খানের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করি।
অধ্যক্ষ আফজল খানের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি, জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ।