ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মোবাইল ফোন নিয়ে বিরোধ:  কুমিল্লায় বন্ধুর হাতে বন্ধু খুন
Published : Thursday, 18 November, 2021 at 12:00 AM, Update: 18.11.2021 2:15:38 AM
মোবাইল ফোন নিয়ে বিরোধ:  কুমিল্লায় বন্ধুর হাতে বন্ধু খুন তানভীর দিপু: কুমিল্লায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জের ধরে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে এক যুবককে। কুমিল্লা নগরীর টিক্কারচর কবরস্থান সংলগ্ন এলাকায় প্রকাশ্যে এ হত্যা করা হয় বলে জানায় স্থানীয়রা। নিহত যুবকের নাম আব্দুল করিম হৃদয় (১৮)। তিনি সংরাইশ এলাকার গেদু পোদ্দার বাড়ির নুর মিয়ার ছেলে। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের দাবি মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরেই হৃদয়ের বন্ধু রাজিব তাকে হত্যা করেছে।
স্থানীয়রা জানায়, সুজানগর পশ্চিম পাড়া এলাকার শাহাজাহান মিয়ার কলোনীর ভাড়াটিয়া সিরাজ মিয়ার ছেলে রাজিব মিয়ার (১৮) সাথে নিহত হৃদয়ের বন্ধুত্ব ছিলো। সম্প্রতি মোবাইল নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।  এ নিয়ে কয়েক দিন আগে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ১৭ নভেম্বর বুধবার সকালে হৃদয় কাজের উদ্দ্যেশ্যে ঘর থেকে বের হলে রাজিব তার পিছু নেয়। পরে টিক্কারচর কবরস্থানের দিকে আসলে রাজিব তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
নিহত হৃদয়ের মামা সোহেল মিয়া জানান, তারা দুজনে বন্ধু ছিলো। সম্প্রতি তাদের মধ্যে মোবাইল ও সিমকার্ড নিয়ে কিছুদিন আগে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে রাজিব পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমার ভাগিনাকে হত্যা করে।
নিহত হৃদয়ের মা নূর জাহান বেগম বলেন, আমার ছেলে কাঠের আসবাবপত্রের বার্ণিশের কাজ করে।  সকালে খাওয়া দাওয়া করে নগরীর ঝাউতলা এলাকায় কাজের উদেশ্যে বাসা থেকে সাইকেল যোগে বের হয় । পথে সন্ত্রাসী রাজিব তাকে হত্যা করে। আমরা এর বিচার চাই। নিহত হৃদয়ের স্ত্রী ও আড়াই বছরের একটি সন্তান রয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল আজিম বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করেছি। রাজিব নামের এক যুবক তাকে হত্যা করেছে বলে স্থানীয়ভাবে জানা যায়। আমরা তাকে গ্রেফতারের চেষ্টা করছি।