Published : Thursday, 18 November, 2021 at 12:00 AM, Update: 18.11.2021 2:15:58 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খানকে
‘গণমানুষের নেতা’ উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক
সম্পাদক আবু সাইদ আল মাহমুদ এমপি বলেছেন- মন্ত্রী, এমপি, হুইপ অনেকেই হতে
পারে কিন্তু গণমানুষের নেতা সবাই হতে পারেন না। আফজল খান ছিলেন গণমানুষের
প্রিয় নেতা।
গতকাল কুমিল্লা টাউন হল মাঠে জেলা আওয়ামী লীগের সাবেক
সাধারণ সম্পাদক ও জেলা ১৪ দলের সমন্বয়ক অধ্যক্ষ আফজল খানের জানাজার পূর্বে
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আফজল খানের পরিবারের প্রতি
সমবেদনা জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এবং তাঁর পক্ষ থেকে
শ্রদ্ধা জানাতেই আমরা অধ্যক্ষ আফজল খানের জানাজায় অংশগ্রহণ করেছি। তাঁর
প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতা কর্মীরা শ্রদ্ধাজ্ঞাপন করেন।
তিনি
তার বক্তৃতায় বলেন, ‘এমপি হওয়া যায়, মেয়র হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়,
হুইপ হওয়া যায়Ñ কিন্তু গণমানুষের নেতা সবাই হতে পারে না। কিন্তু অধ্যক্ষ
আফজল খান কুমিল্লার মানুষের প্রিয় গণমানুষের নেতা ছিলেন। আফজল খান সাহেব
বাস্তবে কোনো পদ পাননি; কিন্তু মানুষের হৃদয়ে পদ পেয়েছেন, মানুষের হৃদয়ে
স্থান করে নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তাঁর দুঃসময়ের সহকর্মী আফজল খানের
প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন।’ তিনি আরো বলেন, আফজল
খান সাহেবের মৃত্যুর কথা শুনে নেত্রীর(প্রধানমন্ত্রী শেখ হাসিনা) কি
পরিমান মর্মাহত হয়েছেন তা বলে বুঝানো যাবে না। আফজল খান সাহেব নেত্রীর
দুঃসময়ে পাশে ছিলেন ভ্যানগার্ডের মত। তাকে সাহস যুগিয়েছিলেন ভাইয়ের মত।
নেত্রী সে কথা গতকাল স্মরণ করেছেন এবং এই কথাটি কুমিল্লার মানুষকে জানানোর
জন্য নির্দেশ দিয়েছেন।