সেরা করদাতা হিসেবে বুধবার ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকার প্রজ্ঞাপন প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে বিভিন্ন পেশাজীবী শ্রেণিতে ৭৫ জন করদাতা ও ৬৬টি প্রতিষ্ঠানকে কর কার্ড দিচ্ছে এনবিআর।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অধিশাখা-২ (কর) এর জ্যেষ্ঠ সহকারী সচিব নুসরাত জাহান নিসু সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
ব্যক্তি পর্যায়ের ১০ নম্বর ক্যাটাগরি ‘খেলোয়াড়’-এ সেরা তিন করদাতা হিসেবে আজ তামিম, মাহমুদউল্লাহ ও সৌম্যর নাম প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
সম্মাননা হিসেবে তাদের প্রত্যেককে বিশেষ সুবিধার ট্যাক্সকার্ড দেওয়া হবে। জাতীয় আয়কর দিবসে তাদের হাতে প্রদান করা হবে এ সম্মাননা।
গত বেশ কয়েকবছর ধরেই সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড পাচ্ছেন তামিম ইকবাল। মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার এবার নতুন করে যুক্ত হলেন। এর আগে সাকিব আল হাসান, মাশরাফিরা বিন মুর্তজাও সেরা করদাতা নির্বাচিত হয়েছিলেন।
শুক্রবার থেকে পাকিস্তানের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ।
কিন্তু আঙুলের চোটের কারণে এই সিরিজে সার্ভিস পাওয়া যাবে না দেশ সেরা ওপেনার তামিম ইকবালের।
সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে পাকিস্তান সিরিজে নেই ওপেনার সৌম্য সরকার।