গাইবান্ধার নারায়ণপুর এলাকায় ঢাকাগামী জেআর রাফাত পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের বারান্দা ভেঙে এক পথচারী বৃদ্ধাকে চাপা দিয়েছে। দুর্ঘটনার পরই বাসটি আটক করে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। শুক্রবার (১৯ নভেম্বর) রাতে গাইবান্ধা-সাদুল্লাপুর পাকা সড়কের নারায়ণপুরের বাকির মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত বৃদ্ধা ছেরাতুন নেছা (৬২) নারায়ণপুর গ্রামের মৃত সোনাউল্লার স্ত্রী। গুরুতর অবস্থায় তাকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে পাঠানো হয় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নলডাঙা থেকে আসা ঢাকাগামী জেআর রাফাত পরিবহনের বাসটি বাকির মোড়ে পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি সড়কের পাশের টিনশেড মসজিদের বারান্দা ভেঙে সড়কে থাকা এক পথচারী বৃদ্ধাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে বৃদ্ধাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা সড়কে অবস্থান নিয়ে বাসটিতে ভাঙচুর চালায়। এ সময় বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। ইট-পাটকেল নিক্ষেপসহ বাসটি ভাঙচুরের সময় কয়েকজন যাত্রীও আহত হন বলে জানা গেছে। তবে তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার সময় সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মো. মাসুদার রহমান। তিনি জানান, মসজিদের বারান্দা ভেঙে বৃদ্ধাকে চাপা দিয়ে আহত করার ঘটনায় এলাকাবাসী বাসটি আটক করে ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বৃদ্ধা আহতের ঘটনায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।