ফর্মের তুঙ্গে থাকতেই ২০১৮ সালে আচমকা বিদায় বলে দিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে। এরপর খেলছিলেন শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। এবার সবকিছুরই ইতি টেনে দিলেন এবি ডি ভিলিয়ার্স।
বিদায় জানালেন সব ধরনের ক্রিকেটকে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটিং গ্রেট।
বাংলাদেশের বিপক্ষে যখন মাঠে লড়ছে পাকিস্তান তখনই ভেসে এলো ডি ভিলিয়ার্সের বিদায়ের খবর।
আর এমন খবর শুনেই আবেগে আপ্লুত হয়েছেন পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম।
এ মুহূর্তের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজমের আইকন প্লেয়ার এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়কই ছিলেন বাবরের ‘শৈশবের নায়ক’।
সে কথা জানিয়ে ভিলিয়ার্সের অবসর নিয়ে টুইট করেছেন বাবর। লিখেছেন, ‘তুমি আমার শৈশবের অনুপ্রেরণা। তোমার থেকে অনেক কিছুই শিখেছি। আমার এখনও মনে আছে তোমার সঙ্গে যেদিন প্রথম দেখা হয় এবং তুমি কীভাবে আমাকে স্বাগত জানিয়েছিলে। তুমি অনেক ক্রিকেটারের অনুপ্রেরণা। অবসর জীবনের জন্য তোমাকে অসংখ্য শুভকামনা।’