মো. হাবিবুর রহমান
কুমিল্লার মুরাদনগরে চার কেজি দুইশত গ্রাম গাঁজাসহ আটক পাঁচ মাদক ব্যবসায়ীকে বৃহষ্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করেছে পুলিশ। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা রুজু করা হয়েছে। জানা যায়, বুধবার বিকালে গাঁজা নিয়ে লালমাই যাওয়ার খবরে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ কুমিল্লা-ব্রাক্ষণবাড়িয়া সড়কের কোম্পানীগঞ্জ এলাকার ফাতেমা ব্রিকসের পাশে অবস্থান নেয়। এ সময় সিএনজি তল্লাশী করে চার কেজি গাঁজাসহ চার যুবককে আটক করা হয়। অপর দিকে বৃহষ্পতিবার সকালে উপজেলার বাখরনগর বাজার থেকে আরেক মাদক ব্যবসায়ীকে দুইশত গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতরা হলো, লালমাই থানার দরবেশ পাড়ার সুরুজ মিয়ার ছেলে নুরুল হক (৪২), কসবা থানার হরিপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে এনামুল হক (২৮), সাগরতলা গ্রামের শাহজাহানের ছেলে সুজন মিয়া (২৫), ব্রাক্ষণবাড়িয়া সদর থানার উত্তর মোড়াইল গ্রামের শাহিন মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন (৩০) ও মুরাদনগর থানার বাখরনগর গ্রামের মৃত আব্দুল খালেকের স্ত্রী মরিয়ম বেগম (৬২)
মুরাদনগর থানার ওসি আবুল হাসিম দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, গ্রেফতারকৃতদের বৃহষ্পতিবার দুপুরে কুমিল্লার ৮নং আমলী আদালতে করলে বিজ্ঞ বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।