ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লাকসামে কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ
Published : Friday, 26 November, 2021 at 12:00 AM
লাকসাম প্রতিনিধি:
বৃহস্পতিবার কুমিল্লা লাকসামে ২০২১-২০২২ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের উচ্চ ফলনশীল (উফস) জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র প্রায় ৩২শ’ কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইউনুছ ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহীনুর ইসলাম, মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রশিদসহ কৃষি উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ।
প্রতিটি কৃষক পরিবার ২কেজি হারে বোরো হাইব্রীড জাতের বীজ ধান ও ৮শ’ জন কৃষক ৫ কেজি বীজ, ১০কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।