লালমাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
Published : Friday, 26 November, 2021 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
কুমিল্লার
লালমাই উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মাসিক সভা
অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরোজ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা
চেয়ারম্যান আবদুল মালেক, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার,
বাগমারা ২০ শয্যা হাসপাতালের আরএমএ ডাঃ রওনক জাহান, লালমাই থানার ওসি
মোহাম্মদ আইয়ুব, প্রাণি সম্পদ কর্মকর্তা আরিফ হাসনাত, উপজেলা আওয়ামী লীগের
ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, সহ সভাপতি রফিকুল ইসলাম, বীর
মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার, মহিলা
বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সাইদুর রহমান, লালমাই
প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, সাধারণ সম্পাদক কামাল হোসেন,
সাংবাদিক ঐক্য ফোরাম সভাপতি মনির হোসেন, ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক
চেয়ারম্যান মোঃ তৈয়ব আলী, বর্তমান চেয়ারম্যান একরামুল হক, পেরুল দক্ষিণ
ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান,বেলঘর দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান আবদুল
মান্নান মনু, বেলঘর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান আবুল খায়ের, মৎস্য কর্মকর্তা
মহিউদ্দিন প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,
কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা
সুষ্ঠু ও সুন্দর পরিবেশনের জন্য এবং আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে উপজেলার
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক,
চোরাচালান প্রতিরোধ, ডাকাতিয়া নদী খনন সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক
বক্তব্য দেন ইউএনও।
লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব বলেন,
লালমাই উপজেলায় যে কোন অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করতে পুলিশ প্রস্তুত।
তাছাড়া, মাদক নির্মূলে, জুয়া বন্ধে সর্বাদাই কাজ করছে পুলিশ।