ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরুড়ার কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ইন্তেকাল
Published : Sunday, 28 November, 2021 at 12:00 AM
ইলিয়াছ আহমদ বরুড়া : বরুড়ার আড্ডা কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর গ্রামের বাড়ি বরুড়ার পোম্বাইশ গ্রামে।
জানা গেছে, দীর্ঘদিন যাবৎ তিনি ক্যান্সারজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। গতকাল শনিবার দুপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তাঁর নামাজে জানাজা পোম্বাইশ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তানসহ অনেক গুণগ্রাহি রেখে যান। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৪৫ বছর। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।