ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ছয়গ্রাম আলীম মাদ্রাসার পরীক্ষার্থীদের দোয়া ও শিক্ষকদের বিদায়
Published : Sunday, 28 November, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ||
কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপীঠ ছয়গ্রাম আলীম মাদ্রাসার উদ্যোগে আলিম পরীক্ষার্থীদের দোয়া এবং ওই মাদ্রাসার অবসরপ্রাপ্ত দুইজন শিক্ষকদের বিদায় অনুষ্ঠান গতকাল ২৭ নভেম্বর মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ছয়গ্রাম আলীম মাদ্রাসার সভাপতি আলহাজ্ব ডা. দেলোয়ার হোসেন মামুনের সভাপতিত্বে এবং মাদ্রাসার অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম খাঁনের সার্বিক তত্ত্বাবধানে এতে প্রধান অতিথি ছিলেন ২ নং বাকশীমূল ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুল করিম। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আ: হক মাস্টার, ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. কামাল উদ্দীন মাস্টার, এড. আবদুল আলিম, ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান মাস্টার, বুড়িচং উপজেলা কৃষকলীগের সভাপতি মো. খোরশেদ আলম ঠিকাদার, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল হোসেন শামীম। উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মো.
মোস্তফা, যুবলীগ নেতা মো. জহিরুল ইসলাম জহির, মো. সাখাওয়াত হোসেনসহ অন্যান্য বিদায়ী শিক্ষক ও আলিম পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীবৃন্দ। পরে মাদ্রাসার পক্ষে অবসরপ্রাপ্ত বিদায়ী শিক্ষকদের বিদায় জানানো হয়।