বুড়িচং উপজেলা মুক্তিযাদ্ধা সংসদ কমান্ডের মতবিনিময় সভা
Published : Sunday, 28 November, 2021 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলা মুক্তিযাদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে এক মতবিনিময় সভা গতকাল ২৭ নভেম্বর বুড়িচংয়র রাজাপুর ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা মুক্তিযাদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. শাহজাহান চেয়ারম্যান। রাজাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আলমগীর জলিলের সভাপতিত্বে সভা পরিচালনা করেন মুক্তিযোদ্ধা মো. মফিজুল ইসলাম।
বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মো.ময়নাল হোসেন, বীর প্রতীক মো. আ: ওহাব, ময়নামতি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, বুড়িচং সদর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোসলেহ উদ্দীন, বাকশীমুল ইউনিয়ন মুক্তিযাদ্ধা কমান্ডার বীরমুক্তিযাদ্ধা মো. আনু মিয়া, পীরযাত্রাপুর ইউনিয়ন মুক্তিযাদ্ধা কমান্ডার বীরমুক্তিযাদ্ধা আ: মান্নান আজাদ, মুক্তিযাদ্ধা আমজাদ হোসেন খানঁ চৌধুরী, বীরমুক্তিযাদ্ধা মো. সফিকুল ইসলাম, ষোলনল ইউনিয়ন মুক্তিযাদ্ধা ডেপুটি কমান্ডার মো. জয়নাল আবদীন, ভারেল্লা ইউনিয়ন মুক্তিযাদ্ধা কমান্ডার বীরমুক্তিযাদ্ধা আ: কাদের, মুক্তিযোদ্ধা আ: মতিন, বুড়িচং উপজলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার প্রার্থী বীরমুক্তিযাদ্ধা মো. আবদুছ ছালাম খন্দকারের পক্ষে মুক্তিযোদ্ধা কমান্ড নির্বাচনকে সামনে রেখে উক্ত সভায় সমর্থন চান তাঁর সুযোগ্য সন্তান কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা যুবলীগ জেলা নেতা খন্দকার সেলিম, বুড়িচং উপজলা মুক্তিযাদ্ধা সংসদ কমান্ডর আহবায়ক মো. বিল্লাল হোসেন ঠিকাদার, মো. আতিকুল ইসলাম, আলমাস মিয়া, রাজাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মো. সাইফুল ইসলাম (ডা. শাহীন), বুড়িচং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মো. আবু ইসলাম। বুড়িচং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. শরীফুল আলম, ময়নামতি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মো. মাছুম বিল্লাহ, ইকবাল, সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশ মাতৃকার স্বাধীনতা সমুজ্জ্বল রাখতে মুক্তিযোদ্ধাদের আরো ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।