বুড়িচং পীরযাত্রাপুর ইউপির উত্তর শ্যামপুরে এলাকাবাসীর সাথে ওসির উঠান বৈঠক
Published : Sunday, 28 November, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন।।
কুমিল্লার বুড়িচং থানা পুলিশের উদ্যোগে বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের উত্তর শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চুরি, ডাকাতি, ছিনতাই, সাম্প্রদায়িক দাঙ্গা, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সর্ন্ত্রাসী ও চাঁদাবাজী প্রতিরোধসহ সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নকল্পে এলাকাবাসীর সাথে এক উঠান বৈঠক ২৫ নভেম্বর রাতে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন। পীরযাত্রাপুর ইউপির মেম্বার মো. মাহাবুবুর রহমান ভূঞার সভাপতিত্বে এবং বুড়িচং থানার এসআই মোস্তফা মামুন ও এএসআই অহিদ উল্লাহ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা শাহআলম ভূঞা, ফজলুর রহমান ভুইয়া, হাসেম ভূইয়া, হাজী মফিজুল ইসলাম, মফিজুল ইসলাম মুহুরী, যোবায়ের হোসেন ভুইয়া, আ: লতিফ ভুইয়া, হাজী আবদুছ ছালাম ভুইয়া, যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাদল, নাজমুল হাসান, কামাল হোসেন ভূইয়া প্রমুুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান প্রজন্মে মাদকের চেয়ে মোবাইল ফোন আরো ভয়াবহ আকার ধারণ করেছে। তথ্য প্রযুক্তির এ যুগে এলাকার ছেলেমেয়েদেরকে একজন ভালো ছাত্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য মনোযোগ দিয়ে লেখাপড়ার আহবান জানান। পাশাপাশি সুন্দর ভবিষ্যত জীবন গড়তে ইভটিজিং, বাল্য বিয়ে ও মাদকের আগ্রাসন থেকে নিজেকে রক্ষা করার জন্য সকলকে আহবান জানান। যে কোন দুর্ঘটনায় থানা পুলিশকে নির্ভয়ে অবহিত করার আহবান জানান। এছাড়া, ওই রাতে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের পয়াত গ্রামেও সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি উন্নয়নকল্পে এলাকাবাসীর সাথে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন। স্থানীয় মেম্বার বাদল খা এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন বুড়িচং থানার এসআই মো. মামুন হোসেন। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।