কুমিল্লা-সিলেট মহাসড়কে অবৈধ স্ট্যান্ড যানজটের ভোগান্তিতে জনগণ
Published : Sunday, 28 November, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
কুমিল্লার দেবিদ্বার অংশের কুমিল্লা-সিলেট মহাসড়কে অবৈধভাবে অটোরিকশা ও সিএনজি স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুক্তিযোদ্ধা চত্ত্বরের সামনের মহাসড়ক দখল করে দুই পাশে ছোট বড় যানবাহন দাঁড়িয়ে থাকায় ঘন্টা পর ঘন্টা যানজট লেগে থাকে। এতে এসব স্থানে যানজটে মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। শনিবার দুপুরে নিউমার্কেট বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, মহাসড়কের দুই পাশে অটোরিকশা ও ইজিবাইক সারিবদ্ধভাবে রাখা হয়েছে। রহমানিয়া সুপার মার্কেটের সামনে সিএনজি চালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ড গড়ে উঠায় সড়কের উভয় পাশে দূরপাল্লারসহ বিভিন্ন যাত্রীবাহী বাস আটকে আছে ২০ থেকে ২৫ মিনিট ধরে। ট্রাফিক পুলিশের সদস্যরা চেষ্টা করেও তা নিয়ন্ত্রণ করতে পারছেন না। এ ছাড়াও নিউমার্কেটের কাঁচাবাজার, পানবাজার সড়ক ও ফুটপাতে অবৈধভাবে দখল করে নিয়েছে ব্যবসায়ীরা। পৌরসভার অর্থায়নে সড়কটির নির্মাণ কাজ শেষ না হতেই সড়কের দুই পাশে তেলের ড্রাম, বিস্কিটের বস্তা, পানের দোকান, পেঁয়াজের দোকানসহ বিভিন্ন পণ্যের দোকান বসে দখলে নিয়েছে ব্যবসায়ীরা। তাঁরা জানায়, প্রতিদিন ২০০-৩০০ টাকা চাঁদা দিয়ে এসব ফুটপাতে বসার সুযোগ পেয়েছে। বাজারের নির্দিষ্ট স্থান না থাকায় পুরো বাজার এলোমেলো অবস্থায় রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের জায়গায় বাজার বসার জন্য বলা হলেও ওদিকে ক্রেতা না যাওয়ায় কিছু ব্যবসায়ী সড়ক দখল করে বসেছে।
পথচারী ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, মহাসড়কের দ্ইু পাশেই অবৈধভাবে ভ্রাম্যমাণ কলার ভ্যান, সিএনজি, অটোরিকশা, সুগন্ধা, তিশা প্লাস, নিউজনতা, ফারজানা ট্রান্সপোর্টসহ বিভিন্নবাস মহাসড়কের ওপরে দীর্ঘ সময়ে দাঁড়িয়ে যাত্রী উঠানামা করায় পিছন দিকে যানজট বেশি লাগে। এ সড়কটি অধিক গুরুত্বপূর্ণ হওয়ায় বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে যেতে হয় এ সড়ক দিয়ে। এতে ঘন্টার ঘন্টা দেবিদ্বারেই বসে থাকতে হয়। এদিকে, শনিবার বিকালে নিউ মার্কেট ও পানবাজারে ফুটপাত ও সড়ক দখল, অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদে সাড়াঁশি অভিযান চালায় দেবিদ্বার থানা পুলিশ। অফিসার ইনচার্জ মো.আরিফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ এসে সড়ক ও ফুটপাতে যারা দোকান খুলে বসেছে তাদের তুলে দেন। এসময় ওসি আরিফুর রহমান হ্যান্ড মাইকে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, কাউকে চাঁদা দিবেন না ফুটপাত ও সড়কও দখল করবেন না। যারা চাঁদা নিতে আসবে তাদের নাম বলুন, তাদের ধরে আইনের আওতায় নিয়ে আসব।
ট্রাফিক পুলিশের ইনর্চাজ মো. নুরে আলম বলেন, সড়কের দুই পাশের ফুটপাত দখল করেছে কিছু ব্যবসায়ীরা। এছাড়াও অবৈধভাবে স্ট্যান্ড গড়ে উঠায় যানজটের মাত্রা বেশি। ৩/৪ মিনিটের রাস্তা পার হতে লাগে ২০-২৫মিনিট। ট্রাফিক পুলিশ যাত্রী ছাউনি ফিক করে দিয়েছে যাত্রীবহন করা বাসগুলো ওদিকে না থামিয়ে সড়কের ওপরে থামিয়ে যাত্রী উঠানামা করে। এতে যানজট কেশি দেখা দেয়।
উপজেলা নির্বাহী অফিসার মো.আশিক উন-নবী তালুকদার বলেন, গত ২৭ নভেম্বর আইনশৃঙ্খলা সভায় যানজট নিরসন, সড়ক ও ফুটপাত দখল উচ্ছেদ নিয়ে কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে। জনদুর্ভোগ হয় এমন কোন কাজই করতে দেওয়া হবেনা। যারা মহাসড়কের ওপরে স্ট্যান্ড বানিয়েছে ওই স্ট্যান্ডও সরানো হবে।