বাঁশকাইট ডিগ্রি কলেজে বার্ষিক মিলাদ মাহফিল
Published : Sunday, 28 November, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ডিগ্রি কলেজে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ওই মাহফিল হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য ও পাহাড়পুর ইউপি চেয়ারম্যান আব্দুস ছামাদ মাঝি। প্রভাষক একেএম সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাঁশকাইট পি.জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, পান্তি মদিনাতুল উলুম মাদরাসার সুপার বদিউল আলম আলমগীর, সহকারী অধ্যাপক গাজী মুজিবুর রহমান, উড়িশ^র বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা ফরিদ মিয়া, কলেজের অভিভাবক সদস্য নুরুল ইসলাম, ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে বিল্লাল হোসেন, ইভা আক্তার ও সামিয়া আক্তার প্রমুখ। মিলাদ পরিচালনা করেন, বাঁশকাইট বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা মো: সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত আলহাজ¦ মোস্তফা কামাল মাঝিসহ কলেজের সাথে সম্পৃক্ত নিহতের রুহের মাগফেরাত কামনা করা হয়। অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।