বাইউস্ট আইকিউএসি’র উদ্যোগে ওবিই শীর্ষক কর্মশালা
Published : Sunday, 28 November, 2021 at 12:00 AM
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট) এর ইনিস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) ওপর একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকের উপস্থিতিতে ‘ওবিই ইন প্র্যাকটিস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয় বাইউস্ট অডিটোরিয়ামে। কর্মশালা পরিচালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড এ্যারোস্পেস ইউনিভার্সিটি (বিএসএমআরএএইউ) এর ইইই বিভাগের প্রভাষক মো. সামিন রহমান। বাইউস্ট উপাচার্য, আইকিউএসি পরিচালক এবং অতিরিক্ত পরিচালক কর্মশালা তত্ত্বাবধান করেন। কর্মশালা সঞ্চালনা করেন আইকিউএসি এর অফিস এডমিনিস্ট্রেটর কাজী শহীদুল ইসলাম। উচ্চশিক্ষায় কীভাবে ওবিই চর্চা হবে এ বিষয়ে কর্মশালায় বিষদ গুরুত্বারোপ করা হয়। এছাড়াও ব্লুমস ট্যাক্সোনমি, প্রোগ্রাম এডুকেশনাল অবজেকটিভস এবং সেলফ এসেসমেন্ট প্র্যাকটিসেস নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের জন্য উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।