ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পৈত্রিক সম্পত্তি ফেরত পেতে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন
Published : Sunday, 28 November, 2021 at 12:00 AM, Update: 28.11.2021 12:47:59 AM
পৈত্রিক সম্পত্তি ফেরত পেতে অসহায় পরিবারের সংবাদ সম্মেলনস্টাফ রিপোর্টার।। কুমিল্লা চান্দিনায় দখল হয়ে যাওয়া পৈত্রিক সম্পত্তি ফেরত পাওয়ার দাবীতে সংবাদ সম্মেলন করেছে একটি অসহায় পরিবার। শনিবার (২৭ নভেম্বর) কুমিল্লা শহরের রেইসকোর্স এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চান্দিনা উপজেলার মহারং গ্রামের মৃত জাফর আলীর মেয়ে আমেনা বেগম।
তিনি অভিযোগ করেন- তার বাবার ক্রয়কৃত ১৪ শতক ভূমি জোর পূর্বক দখল করে ঘর তুলেছে একই গ্রামের প্রতিবেশী প্রতিপক্ষ। পূর্বে এই বিষয়ে প্রতিবেশী মৃত লতিফ খন্দকারের ছেলে মনির খন্দকার আদালতে একটি বন্টননামা মামলা করলে তার রায়ও আমেনা বেগমদের পক্ষে আসে। পরবর্তীতে প্রতিপক্ষ আপীল করে। বর্তমানে মামলাটি আদালতে শুনানি চলমান। কিন্তুু এ অবস্থায় মনির খন্দকার তার চাচাতো ভাই মামুনকে ৫ শতক জায়গার উপর একটি ঘর তুলে দিয়ে বাকী জায়গার উপর মনির খন্দকার দখল করে বাগান তৈরি করেন। আমেনা বেগম আরও অভিযোগ করেন- ঘর তোলার পরিপেক্ষিতে আদালতে স্থগিতাদেশ আনলেও প্রতিপক্ষ তা উপেক্ষা করে জোর পূর্বক ঘর নির্মাণ করে। বিষয়টি আমি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও চান্দিনা থানার ওসি সহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। কিন্তু তার পরও আমি দখলদারদের হাত থেকে আমাদের জায়গা ফেরত পাইনি। উল্টো প্রতিপক্ষের লোকজন আমাদের হুমকি দামকি দিয়ে আসছেন। বতর্মানে আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি।
এ অবস্থায় দখল হয়ে যাওয়া পৈত্রিক সম্পত্তি ফেরত পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমেনা বেগমের ভাই জাকির হোসেন, বোন আফরুজা আক্তার, সালেহা বেগম, ভাই ইমাম হোসেনের স্ত্রী নাসরিন সুলতানা, জাকির হোসেনের স্ত্রী সুরাইয়া ইয়াসমিন।