ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ২
Published : Sunday, 28 November, 2021 at 12:00 AM, Update: 28.11.2021 12:48:07 AM
ব্রাহ্মণপাড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ২ইসমাইল নয়ন।।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গোপন সংবাদে অভিযান চালিয়ে এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ২৭ নভেম্বর শনিবার অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণপাড়া থানার ওসি অপেলা রাজু নাহা।
গাঁজাসহ গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী হচ্ছে কুমিল্লার লাকসাম উপজেলার উত্তর বাজার এলাকার মৃত হরুনুর রশিদের পুত্র মোঃ সবুজ এবং ব্রাহ্মণপাড়া উপজেলার তেতাভূমি এলাকার মৃত হারিজ মিয়ার স্ত্রী মোসাম্মৎ জরিনা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।