করোনা (কোভিড-১৯) মোকাবিলায় মাস্ক পরতে জনগণকে বারবার তাগাদা দিয়ে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। নিজের ক্ষেত্রেই দেখা গেল ভিন্ন চিত্র। বাইডেনকে মাস্ক থুতনির নিচে রাখতে দেখা গেল।
গতকাল শনিবার একটি দোকানে যান বাইডেন। সেখানে তিনি মাস্ক থুতনির নিচে ঝুলিয়ে পুরো দোকান ঘুরে বেড়ান। করেন কেনাকাটা। যদিও দোকানে মাস্ক পরার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া ছিল দোকানের প্রবেশ মুখেই।
বাইডেনের হাতে ছিল মিল্কশ্যাক। সেসময় বাইডেন আরেকটি দোকানে যাওয়ার সময় করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার কমাতে কি করা যেতে পারে? সে প্রশ্নকেও গুরুত্ব দেননি তিনি।