ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বঙ্গবন্ধুর বায়োপিকে রেশমী
Published : Sunday, 28 November, 2021 at 12:43 PM
বঙ্গবন্ধুর বায়োপিকে রেশমীচরিত্রশিল্পী হিসাবে এরইমধ্যে নিজের অবস্থান পোক্ত করেছেন রেশমী। বেশ কিছুদিন তিনি টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন। সম্প্রতি তিনি ভারতের শ্যাম বেনেগালের পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্য যে, বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করার সুযোগ পেয়েছি। যারা আমাকে এ বায়োপিকে একজন নেত্রীর ভূমিকায় অভিনয়ের জন্য নির্বাচিত করেছেন তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’ তিনি জানিয়েছেন আগামী ১৩ ও ১৪ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন। এদিকে নাটকের কাজ নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন এ অভিনেত্রী।