চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামের উইকেট সকাল বেলা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। তা প্রমাণিত টেস্টের প্রথম তিন দিনের উদাহরণে।
শুক্র, শনি ও রবি- তিন দিনই প্রথম সেশনে দ্রুত উইকেট নিয়েছেন বোলাররা।
আগের দুই দিনের ধারাবাহিকতা বজায় রেখে আজ ম্যাচের তৃতীয় দিনের প্রথম সেশনে পাকিস্তানের ৪ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।
এ সময়ের সেরা ব্যাটার বাবর আজমেরও রক্ষা হলো না।৭৩তম ওভারের ঘটনা। মিরাজের দুর্দান্ত এক ডেলিভারিতে বলের গতিবিধি বুঝলেনই না বাবর। রীতিমতো পরাস্ত হয়ে বোল্ড হয়ে ফিরলেন।
অফস্ট্যাম্পের বাইরে পিচ করা ডেলিভারিটি পেছনে পায়ে আলতো ডিফেন্স করতে চেয়েছিলেন বাবর। কিন্তু সেই বলটি টার্ন না করা সোজা চলে যায় বাবরের ব্যাটের বাইরের কানা দিয়ে, সোজা আঘাত হানে অফস্ট্যাম্পে। ৪৬ বলে ১০ রান করলেন বাবর।
আর এতো বড় উইকেটপ্রাপ্তির উল্লাসের মাঝেই বাংলাদেশের ক্রিকেটারদের জন্য মাঠে কলা নিয়ে হাজির হন স্বেচ্ছাসেবকরা। বিষয়টি টিভি ক্যামেরাতে একাধিকবার দেখানো হয়।