খুলনার বটিয়াঘাটা উপজেলায় তিলোত্তমা মণ্ডল পুতুল (৪০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বোন দীপিকা মিস্ত্রী (৪৫) ও দুলাভাই প্রকাশ মিস্ত্রী (৫৮)। তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) ভোরে উপজেলার বটিয়াঘাটা সদর ইউনিয়নের হাটবাটি গ্রামে এই ঘটনা ঘটে। তিলোত্তমা মন্ডল উপজেলার বিত্তশলুয়া গ্রামের মহেন্দ্র মন্ডলের মেয়ে।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জালাল জানান, দীপিকার বাড়িতে বেড়াতে এসেছিলেন তিলোত্তমা। রবিবার রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। ভোর ৪টার দিকে কে বা কারা ঘুমন্ত অবস্থায় তিলোত্তমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন দীপিকা ও প্রকাশ।
ওসি আরও বলেন, প্রকাশ মিস্ত্রীর ভাষ্যমতে, তিলোত্তমার সৎ ভাইয়ের সঙ্গে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।