ইনজুরির সঙ্গে আর কুলিয়ে উঠলেন না মেসির আর্জেন্টাইন সতীর্থ সার্জিও আগুয়েরো। সে সঙ্গে তার হার্টের যে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে, তাতে আর খেলা চালিয়ে নেয়াই সম্ভব হবে না। এ কারণে, অবসরেরই ঘোষণা দিয়ে দিচ্ছেন বার্সেলোনার এই ফুটবলার। স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে এ খবর।
আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেসির ঘনিষ্ঠ বন্ধু এবং আর্জেন্টাইন ফুটবলার আগুয়েরো।
গত ৩০ অক্টোবর আলাভেসের সঙ্গে ম্যাচ চলাকালেই হৃদরোগে আক্রান্ত হন আগুয়েরো। যে কারণে সঙ্গে সঙ্গে তাকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। এরপর জানানো হয় ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকারকে অন্তত তিন মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে।
কিন্তু প্রায় দেড় মাস যেতে না যেতেই শুধু ক্যারিয়ার নয়, পুরো জীবনটাই পড়ে গেছে হুমকির মুখে। যে কারণে, অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রেডিও মার্কার ‘অ্যা ডিয়ারিও’ প্রোগ্রামে এমিলিও পেরেজ ডি রোসাস বলেন, ‘আগামী বুধবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে আগুয়েরো আনুষ্ঠানিকভাবেই ফুটবল থেকে তার বিদায় নেয়ার কথা ঘোষণা করবেন।’