প্রাইভেটকারে কাভার্ডভ্যানের ধাক্কা, প্রাণ গেল পুলিশ কর্মকর্তার
Published : Tuesday, 14 December, 2021 at 12:05 PM
নারায়ণগঞ্জের আড়াইহাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাইভেটকারে থাকা এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কে পুরিন্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতের নাম শফিউল্লাহ জুয়েল। তিনি আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকার বীর মুক্তিযোদ্ধা আজিজুলের ছেলে। জুয়েল ঢাকার তুরাগ তুরাগ থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
আড়াইহাজার থানার এসআই হুমায়ন জানান, প্রাইভেটকারে ঢাকায় যাচ্ছিলেন জুয়েল। ঢাকা-সিলেট মহাসড়কে পুরিন্দা বাজার এলাকায় পৌঁছালে তার প্রাইভেটকারকে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। এতে কারটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই জুয়েল নিহত হন।