ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন পাস করলেন নুসরাত
Published : Tuesday, 14 December, 2021 at 8:17 PM
ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন পাস করলেন নুসরাত২০১৮ সাল থেকে প্রায়ই সংবাদে আসেন- পড়াশোনার জন্য অভিনয়ে বিরতি নিলেন নুসরাত ফারিয়া। পরীক্ষার সময় খানিক ছুটিতে যেতেন তিনি। অবশেষে সেসব পরীক্ষার চূড়ান্ত ফল এলো ইউনিভার্সিটি অব লন্ডন থেকে। 

বিশ্ববিদ্যালয়টি থেকে আইন বিষয়ে পাস করলেন এই শিল্পী। ব্যাচেলরস অব ল’তে পেয়েছেন সেকেন্ড ক্লাস। সঙ্গে শেষ হলো চার বছরের শিক্ষাজীবন।

বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত এ তারকার ভাষ্য, ‘অবশেষে সৃষ্টিকর্তা আমার কথা শুনেছেন। আইন বিষয়ে পাস করলাম। সেকেন্ড ক্লাস পেয়েছি। এ বিষয়ে আমি আমার শিক্ষককে ধন্যবাদ দিতে চাই। তার কারণেই আমার এই পড়াশোনার জার্নিটা হয়েছে। আমি আসলে সবার কাছেই কৃতজ্ঞ।’

এদিকে, ফারিয়া বলেন, ‘পড়াশোনা ও কাজ একসঙ্গে চালিয়ে যাওয়াটা বেশ কঠিন। আমার সহকর্মী ও পরিবার পাশে না থাকলে এটা সম্ভব হতো না। পাস করলাম, এটা আমার শিক্ষাজীবনের সেরা প্রাপ্তি।’

ফারিয়া ভক্তদের জন্য আরও একটি খুশির সংবাদ এসেছে সম্প্রতি। সম্প্রতি সফলভাবে শেষ করেছেন বাংলাদেশের সবচেয়ে বড় ছবি ‘বঙ্গবন্ধু’র শুটিং। চলচ্চিত্রে ‘শেখ হাসিনা’র ভূমিকায় অভিনয় করেছেন তিনি।