ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
যুব এশিয়া কাপে সহজ গ্রুপে বাংলাদেশ
Published : Wednesday, 15 December, 2021 at 1:44 PM
যুব এশিয়া কাপে সহজ গ্রুপে বাংলাদেশঅনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের আগে দলগুলোর প্রস্তুতি আরো ভালো করতে আয়োজিত হতে যাচ্ছে যুব এশিয়া কাপ। এশিয়ার আট দেশের এ টুর্নামেন্টে সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ।
আটটি দেশকে ‌‘এ’ এবং ‘বি’ গ্রুপে ভাগ করা হয়েছে। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, শ্রীলঙ্কা ও কুয়েত। অন্যদিকে ‘এ’ গ্রুপের চার দল হলো- ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

এশিয়া কাপের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বর্তমান যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথম দিনে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। এছাড়াও গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ডিসেম্বর এবং ২৮ ডিসেম্বর।

এশিয়া কাপ শেষ করেই বিশ্বকাপ খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এশিয়া কাপের আগে বেশ দারুণ ছন্দে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সম্প্রতি ভারত সফরে ভারতীয় অনূর্ধ্ব ১৯ ‘এ’ দল এবং অনূর্ধ্ব ১৯ ‘বি’ দলকে হারিয়ে ত্রি-দলীয় টুর্নামেন্ট জিতেছে টাইগার যুবারা।