ব্রাহ্মণপাড়া উপজেলার সদরে গতকাল বুধবার ১৫ ডিসেম্বর সকালে ৩ সন্তানের জননী সালমা আক্তার (২৭)গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে। এলাকাবাসী ও সালমা আক্তারের মা সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের আবদুর রহিমের স্ত্রী ঝরনা আক্তার জানান আমার মেয়ে সালমা আক্তার তার স্বামী সন্তান নিয়ে ব্রাহ্মণপাড়া সদরে বাসা ভাড়া নিয়ে থাকতেন। ঘটনার দিন সকালে আমার মেয়ে আমাদের বাড়ি ছাতিয়ানি থেকে তার নিজ ভাড়া বাসায় আসেন। কিছু সময় পারে আমরা ফোনে জানলাম আমার মেয়ে গলায় মাফলার পেচিয়ে ফেনের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে,আমরা বাড়ি থেকে দ্রুত এসে আমার মেয়ের লাছ ঝুলন্ত আবস্থায় দেখতে পাই। পরে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এসে আমার মেয়ের লাছ উদ্ধার করে। নিহত সালমার মা আরো জানান সালমার স্বামী সিএনজি চালক কামরুল এর সাথে দীর্ঘ দিন যাবত বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক ঝগড়া বিবাদ ছিল। তিনি আরো বলেন ১২ বছর পুর্বে দিনাজপুরে আমার বোনের ছেলের কামরুল এর সাথে বিয়ে দেই, বিয়ের পর থেকে সে ব্রাহ্মণপাড়া থাকতেন, এবং তাদের এক ছেলে দুই মেয়ে রয়েছেন।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার এস আই ওবায়দুর রহমান জানান আমি ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা নিদের্শে নিহতের লাছ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছি।