কুমিল্লার দেবিদ্বারে এক কিশোরীকে ধর্ষণের মামলায় পিতার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক মো. জাহিদুল কবীর এ রায় দেন। এসময় দণ্ডপ্রাপ্ত আসামী ও মামলার বাদী আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৪ জুলাই রাতে জেলার দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে জামশেদ আলম তার কন্যাকে ধর্ষণ করেন। ঘটনার দুদিন পর বিষয়টি ওই কিশোরী তার মাকে অবহিত করে। এরপর ওই কিশোরীর মা বাদী হয়ে জামশেদ আলমকে আসামী করে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলাটির তদন্ত শেষে ঘটনার ৪ মাস পর ওই বছরের ৩০ নভেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন। মামলার দীর্ঘশুনানী শেষে বুধবার দুপুরে ধর্ষক জামশেদ আলমকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবি স্পেশাল পিপি মিজানুর রহমান বলেন, সামাজিক অবক্ষয়রোধে এ রায় নজির হয়ে থাকবে।
তবে মামলার বাদী ধর্ষিতার মা জানান, তিনি সন্তুষ্ট নন।আসামির মৃত্যুদন্ড চান তিনি।