সালমা আক্তার (৩৫) ও জাহিদুল সম্পর্কে চাচাতো ভাইবোন। চার বছর প্রেমের পর বিয়ে করেন তারা। তাদের পরিবারে আসে এক ছেলে ও দুই মেয়ে। এর পর স্বামী গোপনে অন্যত্র বিয়ে করেন। এর পরই তাদের সংসারে ভাটা পড়ে। স্বামীর সঙ্গে মনমালিন্যে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন সালমা। সোমবার ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মঙ্গলবার রাতে সালমার মা রাবেয়া বাদী হয়ে হত্যার প্ররোচনার অভিযোগে জামাই জাহিদুলকে আসামি করে মামলা করেন। এর পর রাতেই জাহিদুলকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে গত রোববার গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার ৪২নং ওয়ার্ডের বিন্দান মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সালমা একই এলাকার মৃত আজমত আলীর মেয়ে ও জাহিদুলের স্ত্রী।
জানা যায়, গোপনে স্বামীর আরেক বিয়ের পর তাদের সংসারে মনমালিন্য চলছিল। অন্যদিকে জমি বিক্রির টাকার গরমিলের কারণে সালমা আক্তারের স্বামী জাহিদুলের ওপর ক্ষোভ হয়। এর পর রোববার আত্মহত্যার পথ বেছে নেন গৃহবধূ সালমা আক্তার। নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।
এ ঘটনায় মঙ্গলবার রাতে সালমার বিধবা মা রাবেয়া বাদী হয়ে হত্যার প্ররোচনায় অভিযোগ এনে মেয়ের জামাই জাহিদুলকে আসামি করে থানায় মামলা করেন। এর পর রাতেই জাহিদুলকে গ্রেফতার করেছে পুলিশ।