ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বড় হারে শুরু বাংলাদেশের
Published : Thursday, 16 December, 2021 at 12:00 AM, Update: 18.12.2021 10:50:54 PM
বড় হারে শুরু বাংলাদেশের
ভারতের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামার আগেই মানসিকভাবে হেরে বসে বাংলাদেশ। আর মাঠের খেলায়ও তারই প্রতিফলন দেখা গেল। বাংলাদেশের জালে ৯ বার বল পাঠিয়েছে ভারত। অথচ জিমিরা শোধ দিতে পারেনি একটিও। ঘরের মাঠে আয়োজক হয়েও বড় হারে টুর্নামেন্ট শুরু করল বাংলাদেশ।

ম্যাচের শুরুতে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেও সময়ের সঙ্গে সঙ্গে আশরাফুল জিমিরা ম্যাচ থেকে ছিটকে গেছে। প্রথম পাঁচ মিনিটে ভারতের চারটি পেনাল্টি কর্নার ঠেকায় বাংলাদেশ। মুহমুহ আক্রমণ করেও ভারতকে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ১৩ মিনিট পর্যন্ত।

প্রথম কোয়ার্টারে ব্যবধান ১-০। দ্বিতীয় কোয়াটারে ভারত গোলের ব্যবধান আরও বাড়িয়ে ৩-০ করে। মধ্য বিরতির পর ভারত একচেটিয়া খেলে। তৃতীয় কোয়ার্টারে আরো তিনটি করে ৬-০ হয় স্কোর লাইন। শেষ ও চতুর্থ কোয়ার্টারে ভারত আরো তিন গোল করলে ৯-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। ম্যাচে মোট ১৪টা পিসি পায় ভারত। আর বাংলাদেশ মাত্র একবার গোলবারে হিট নিতে পারে।

ঢাকার মাঠে এর আগে কখনোই হয়নি এত বড় আয়োজন। স্বাগতিক হওয়ার সুবাদে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই প্রথমবার অংশ নিচ্ছে লাল-সবুজ। কোভিডকালে চ্যাম্পিয়ন্স ট্রফির সফল আয়োজন বাংলাদেশকে দ্বার খুলে দেবে ভবিষ্যতে আরও বড় টুর্নামেন্টের স্বাগতিক হতে। তাইতো নানা পরিকল্পনা বাংলাদেশ হকি ফেডারেশনের। ৫ দলের এই টুর্নামেন্টের ম্যাচগুলো হচ্ছে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। ফাইনাল ১৯ ডিসেম্বর।